কাপলেট


নব কুমার দে


চান সারা হলেই শিবাণীদি
চলে যেত জামরুল গাছের আড়ালে
আমার দিকে পিঠ করে
নিঙড়ে নিত আঁচল
আমি ভাবতাম জীবন বিমুখ
মহাজাগতিক কায়দায়
শাড়ী খুলে জড়িয়ে নিতো গামছা
হ্যাংলার মত দেখতাম
কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘা
শিউলি তলায় সবুজ ঘাসে শুকোতে দিত শাড়ী
লাল বাড়ীর ফাঁক দিয়ে
একফালি বনেদি রোদ এসে পড়তো সেখানে
ভেজা চুলের মধ্য দিয়ে
একবারই দেখেছিলাম সে চোখ
সাঁইত্রিশ টা পৃথিবীর দুঃখ
আড়াল করতে পারে যে চোখ অবলীলায়
কাছে ডেকে বলতো দুপুরে আসিস
তোকে রাজমুকুট বড়ি দেওয়া শেখাবো

Comments

Popular posts from this blog